জনতার খবর আন্তর্জাতিক ডেক্সঃ
তালেবানের সঙ্গে সংঘর্ষের পর আফগানিস্তানের এক হাজারেরও বেশি সেনাসদস্য প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে।
তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সেনারা ‘নিজেদের জীবন বাঁচাতে’ তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে।
পাঁচটি ধাপে আফগানিস্তানের প্রায় এক হাজার ৬০০ সেনা সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে।
তাজিকিস্তানের জাতীয় সুরক্ষা কমিটি জানিয়েছে, আগের রাতে তালেবানদের সঙ্গে সংঘর্ষের পর গতকাল সোমবার সকালে আফগান সেনাবাহিনীর সর্বশেষ দলটি শরনার্থী হিসেবে আশ্রয় চেয়েছে।
বর্তমানে আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানরা অনেক অঞ্চল, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের অনেক জায়গা দখল করে নিয়েছে।
তালেবানরা আফগান বাহিনীর সঙ্গে লড়াই বন্ধ করতে রাজি হয়নি। বর্তমানে তারা দেশের প্রায় তিনভাগই নিয়ন্ত্রণে নিয়েছে।
বিদেশি সৈন্যদের সেপ্টেম্বরের মধ্যে চলে যাওয়ার সময়সীমা অনুযায়ী অধিকাংশই ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছে। তারা চলে যাওয়ার পর আফগান সেনারা দেশেটির নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা ছিল।
তালেবানদের নিয়ন্ত্রাধীন এলাকাগুলোতে কোনো উগ্রপন্থী গোষ্ঠী পরিচালনা করতে দেওয়া হবে না, তালেবানদের সঙ্গে এমন চুক্তির ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররা সকল সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিল।
আমেরিকা, যুক্তরাজ্য এবং মিত্র দেশগুলো ২০ বছর পর সরে যাওয়ার ফলে তালেবানদের এমন উত্থান হয়েছে।