আন্তর্জাতিক ডেস্কঃ
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে চড় মারা যুবকে চার মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। পাশাপাশি তাকে সরকারি চাকরিতে নিষিদ্ধও করা হয়। তাছাড়া তারেলকে আগামি পাঁচ বছর কোনো ধরনের অস্ত্র সাথে না রাখার আদেশও দিয়েছে আদালত।
দামিয়েন তারেল নামের ২৮ বছর বয়সি ফরাসি এ যুবককে আদালত প্রথমে ১৮ মাসের কারাদণ্ড দিলেও পরে তা কমিয়ে চার মাস করা হয়েছে। আটক অপর যুবক আর্থার সি-র বিচার চলবে বলে আদালত জানান।
গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চল পরিদর্শনে যান প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। সে সময় সেখানে উপস্থিত এক ব্যক্তির সঙ্গে হাত মেলাতে গেলে মাক্রোঁর গালে চড় মারেন ঐ যুবক । এ সময় নিরাপত্তাকর্মীরা দুই ব্যক্তিকে আটক করে।
আদালতে খুব শান্তভাবে ঘটনার বর্ণনা দেন তারেল এবং মাক্রোঁর বিষয়ে নিজের মত ব্যক্ত করেন।
জোরে চড় মারার বিষয়টি স্বীকার করে তারেল আদালতকে বলেন, ‘‘যখন আমি তার বন্ধুসুলভ, মিথ্যাবাদী চেহারাটি দেখেছি, তখন আমার মধ্যে সহিংস প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এমন প্রতিক্রিয়ায় আমি নিজেও বিস্মিত হয়েছি৷’’