কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ৪৭০ ভরি ওজনের ৩৩টি সোনার বারসহ জয়নুল আবেদীন (৬৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছেন বিজিবি। ৯ আগস্ট সোমবার ভোর সাড়ে ৬ টায় উখিয়া টিভি টাওয়ারের সামনে থেকে স্বর্ণের বারসহ তাকে করা হয়। আটককৃত রোহিঙ্গা তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মৃত ফজর আহম্মদের পুত্র।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউপির টিভি টাওয়ার নামক স্থানে রাস্তার পাশে অভিযান চালায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর তুমব্রু বিওপির অভিযানিক দল।
সীমান্ত থেকে কুতুপালং এর দিকে পায়ে হেটে আসতে দেখে সন্দেহজনক একজনকে আটক করা হয়। তাকে তল্লাশী করে তার কোমরে লুঙ্গির ভাঁজ থেকে ৪৭০ ভরি ওজনের মায়ানমারের ২৪ ক্যারেট/৯৯৯.৯৯ পিওর ৩৩টি স্বর্নের বার উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্নের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।