ঝালকাঠি প্রতিনিধিঃ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঝালকাঠি থেকে শুক্রবার রাতেই লঞ্চ ও গাড়ী যোগে রওনা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ হাজার নেতা-কর্মীরা।
শুক্রবার রাত ৯ টায় ঝালকাঠির লঞ্চঘাট থেকে সুন্দরবন-১২ ও এমভি ফারহান-৭ নামের লঞ্চ দুটি নেতা-কর্মীদের নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি লঞ্চে ব্যান্ড পার্টির বাদকদের বাদ্যের তালে তালে শোভাযাত্রা সহকারে নেতা কর্মীরা দলবদ্ধ ভাবে লঞ্চে গমণ করেন।
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে ঝালকাঠিতে সরকারি অফিস, আওয়ামী লীগের অফিসসহ জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে আলোক সজ্জা করা হয়েছে। রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানে তোরন, ব্যানার, ফেস্টুনে ছয়লাভ হয়ে গেছে। সব মিলে উৎসবের আমেজ বিরাজ করছে দক্ষিনের জেলা ঝালকাঠিতে।
সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে ঝালকাঠি ষ্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্পিরা নেচে গেয়ে মাতিয়ে তুলবেন ঝালকাঠির ষ্টেডিয়াম।
দলীয় সুত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঝালকাঠি থেকে প্রায় ছয় হাজার নেতা-কর্মী রওনা দিয়েছেন।