বিনোদন ডেস্কঃ একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সাহস’ সিনেমা। যা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গত বছরের জুনে গালাগালি, কিশোর গ্যাঙ, পুলিশের ব্যবহার ঠিকমতো হয়নি—এমন মতামত দিয়ে সিনেমাটি ‘প্রদর্শনযোগ্য নয়’ বলে মতামত দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। একাধিকবার সংশোধনের পর গেল বছরের সেপ্টেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।
তবে ১৬ জুন রাত ৮ টায় চরকিতে ‘প্রদর্শনযোগ্য নয়’ ঘোষণা করা সিনেমাটিই মুক্তি দেওয়া হচ্ছে। চরকি জানিয়েছে, সেন্সর বোর্ড যে সিনেমাটিকে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলেছে, সেখানে গালিযুক্ত সংলাপ রয়েছে। এ ছাড়া সেন্সর পাওয়া সিনেমাটিতে তেমন কোনো পার্থক্য নেই। সে কারণে তারা আনসেন্সরড সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।
তরুণ পরিচালক সাজ্জাদ খানের প্রথম সিনেমা ‘সাহস’। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান, নাজিয়া হক অর্ষা, খাইরুল বাসার, কুন্তল বিশ্বাস বিকু। এ ছাড়া একঝাঁক নতুন অভিনেতা অভিনয় করেছেন সিনেমাটিতে, যাঁদের বেশির ভাগই বাগেরহাটের স্থানীয়। খালিদ মাহবুব তূর্য, শাফিন সানি, রাজেশ সেন, রিজিয়া পারভীন, বাবুল রহমান, সাহেদ রানা, ইমরান হোসাইন ফার্সিসহ অনেকেই।
সূত্রঃ এন টিভি।