জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে ১৫ দিনব্যাপী আইসিটি (বেসিক) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ ১৫ জুন মঙ্গলবার বিকালে উপজেলা ইউআইটিআরসিই প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
কাঠালিয়া, রাজাপুর ও বেতাগী উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেয়।
সহকারী প্রোগ্রামার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম হারুণ-অর-রশীদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি প্রশিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও সাগর সিংহ