জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ২য় দিনে চলছে লকডাউন। মাস্ক না পড়ায় ৪ জনকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার ২ জুলাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় ।
এ সময় কাঠালিয়া থানা ইনচার্জ পুলক চন্দ রায়সহ একটি পুলিশের দল উপস্থিত ছিলেন। কাঠালিয়া বাসস্ট্যান্ড ও আমুয়া এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থবিধি না মানায় ও মাস্ক না পড়ার অপরাধে ৪ জনকে ৭শ টাকা জরিমানা করেন।
এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ ও আনছার বাহিনী টহলে রয়েছে। উপজেলার বিভিন্ন প্রবেশদ্বারে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।