লেখক মোঃ আজমীর
অনার্স ১ম বর্ষ
এই দেশেতেই জন্ম আমার
এই দেশেতেই উঠছি বেড়ে।
স্বদেশ মোরে করেছে জীবন দান,
স্বদেশেরই আলো বাতাস সতেজ করেছে প্রান
তুমি হলে আমার দেশমাতা
তোমার পরেই ঠেকাই মাথা।
তোমার আলো জল মাটির স্পর্শে
আমাদের তনুমন স্পষ্ট পুষ্ট হয়ে ওঠে।
তোমার কোলেই ধীরে ধীরে বেড়ে উঠি।
তুমিই আমার দেশমাতা,
তোমার বুকেই জমানো সব ব্যথা।
তুমি আমার বেঁচে থাকার অনুপ্রেরণা,
তুমি আমার দেশ প্রেমের চেতনা,
তুমি আমার সংগ্রামের পবিত্র বানী।
ভোর হলেই তোমার বিস্তৃন্যআকাশ
চারদিকে সতেজ বাতাস।
শত স্পুষ্ট আলো চোখে পড়ে
এমন প্রকৃতির সঙ্গেই প্রতিদিন দেখা হয় ভোরে।
হে আমার দেশমাতা! জন্মেছি আমি তোমার বুকে
মৃত্যুকালে ঠাই লবিতে পাড়ি যেন তোমারই বুকে।