জনতার খবর ডেক্সঃ চরিত্রের প্রয়োজনে অনেক সময়ই মোটরবাইক চালাতে হয় নায়িকাদের। আবার কোন কোন নায়িকা শখের বসেও বাইক চালানো শিখেছেন। তাদের মধ্যে মাহিয়া মাহি একজন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাইক চালানোর একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা।
ক্যাপশনে লিখেছেন- ‘তিনবার ঠাস করে পড়ে গেছিলাম।’
ভিডিওতে দেখা যাচ্ছে- নিজের বাসার গ্যারেজ থেকে বাইকটি নিয়ে বের হচ্ছেন মাহি। গেট থেকে বেরিয়ে হাতের বাম দিকে টার্ন নেন তিনি। কিছুদূর যেতেই বাইকটি নিয়ে পড়ে যান নায়িকা। পরে অবশ্য বাইকটি নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।
তবে বাইক চালানোর সময় হেলমেট পড়েননি মাহি। তবে এটা ঠিক নয় বলে স্বীকার করেছেন নায়িকা। এজন্য একই ভিডিওতে আলাদা একটি ভিডিও বার্তা যুক্ত করে দিয়েছেন তিনি।
শনিবার (১৪ আগস্ট) রাতে মাহির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এই ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে। ১৫ ঘন্টায় এতে ৭৪ হাজারের বেশি রিয়্যাক্ট এবং সাড়ে সাত হাজারের মতো কমেন্ট পড়েছে। এখন পর্যন্ত ভিডিওটি ৯ লাখ ২৬ হজারের বেশি বার দেখা হয়েছে।
প্রসঙ্গত, প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখছেন মাহি। কয়েকদিন আগে রান্না করার ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি ড্রয়িং রুমের সোফায় বসে ভুনা খিচুড়ি রান্না করেছেন।
সূত্রঃ আরটিভি।
https://www.facebook.com/watch/?v=568351574527966