স্মার্টফোনের প্রভাবে আমাদের ব্যক্তিগতজীবন ও তথ্য এতটাই সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের বর্তমান জীবনকে নিয়ন্ত্রনের পাশাপাশি আমাদের ভবিষ্যতের নিয়ন্ত্রনও চলে যাচ্ছে এই স্মার্টফোনের কাছে।
চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থাটি ব্যবহারকারীদের ফোনের ব্যক্তিগত ছবি, তথ্য, ব্যাংকের ডিটেলস, একাধিক পাসওয়ার্ড চুরি করে গোপনে চীনে পাঠিয়ে দিচ্ছে। খবর- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ফোনের তথ্য চুরি ঠেকাতে ফোনের সেটিংস অপশনে কিছু পরিবর্তন আনুন। আপনার ফোন যদি রিয়েলমি, অপো বা ওয়ানপ্লাস হয় তাহলে এই অপশন খুব সহজে খুঁজে পাবেন। তবে অন্য অনেক ফোনেই ‘এনহ্যান্সড ইন্টেলিজেন্ট সার্ভিস’ নামেরটি অপশন পেতে পারেন। এটি টার্ন অফ করে দিন।
চলুন দেখে নেওয়া যাক অপশনটি কীভাবে টার্ন অফ করবেন, কারণ এটি বাই-ডিফল্ট টার্ন অন করা থাকে ফোনে-
১. এজন্য প্রথমে আপনাকে ‘সেটিংস’ অপশনে যেতে হবে।
২. এখানে পাবেন ‘অ্যাডিশনাল সেটিংস’ অপশন।
৩. সেখানে গিয়ে ‘সিস্টেম সেটিংস’ অপশনটি বেছে নিন।
৪. ‘এনহ্যান্সড সিস্টেম সার্ভিস’ অপশন আনচেক করুন।
৫. এরপর আপনার ফোনটি রিস্টার্ট করুন।
এছোড়াও স্মার্টফোনে অ্যাপ ব্যবহারের সময় সতর্ক না হলে আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে যেকোন সময়। তাই অ্যাপ ইনস্টল করার সময়ে খেয়াল রাখবেন।