ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, সাংবাদিকদের সাথে নিয়ে আমরা ভালো কিছু করতে চাই। কোন কাজ করার আগে একটা পরিকল্পনা করতে হয় তাই সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আমরা এর বাস্তবায়ন করতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের সাথে সাংবাদিকরা কাজ করবেন। খোঁজ নিয়ে জানতে পেরেছি ঝালকাঠিতে আগে কোন রকম নৈরাজ্য ছিলো না।
আমরা আশাকরি এখনো থাকবে না। সাংবাদিকরা মতবিনিময় সভায় ঝালকাঠির চিত্তবিনোদেরন বেহাত হওয়া ইকোপার্ক, ডিসিপার্ক , ঝালকাঠি শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল করা, জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঝালকাঠিতে কোন বালু উত্তোলন হবে না। এছাড়া যেসব ইটভাটার লাইসেন্স নাই সেগুলো বন্ধ করে দেওয়া হবে।ঝালকাঠির সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে এরজন্য
সবার সহযোগিতা কামনা করছি। আমরা যদি সবাই এক থাকি তাহলে সবকিছু খুব সহজেই বাস্তবায়ন করতে পারবো। একটি সুন্দর ঝালকাঠি করতে পারবো। মতবিনিময় সভার আলোচনা সভার পূর্বে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, আমরা দুজনই নতুন এসেছি আমরা নতুন কিছু দিতে চাই। জেলা প্রশাসক ও আমি দুজনেই সমন্বয় বজায় রেখে সামনের দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে কাজ করবো। আমরা মনে করি জেলা প্রশাসক ও জেলা পুলিশের সাথে সমন্বয় থাকলেই হবে না আপনাদেরও সহযোগিতা ও সমর্থন থাকতে হবে।
প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সহকারী কমিশনার শিব্বির আহমেদ অতিথি উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক আক্কাস সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আল আমিন তালুকদার, মোঃ মাসউদুল আলম, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায় , সহ সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, ক্রীড়া সম্পাদক অলোক সাহা, সদস্য দুলাল সাহা, আজমীর হোসেন তালুকদার, শফিউল আজম টুটুল, জহিরুল ইসলাম জুয়েল।