বিনোদন ডেস্কঃ মা হওয়ার তিন মাস পালন করলেন চিত্রনায়িকা পরীমণি। সব কিছু ভুলে স্বামী রাজের সাথে ছেলে রাজ্যের তিন মাস বয়সের জন্মদিন পালন করলেন এই আলোচিত নায়িকা। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ খবর জানান।
ছবিতে দেখা যাচ্ছে মন ভালো পরীর। নীল, সাদা, কালো বেলুনে সাজানো চারিদিক। সঙ্গে মানানসই ফুল। সামনে টেবিলে রাখা বাহারি কেক। কেকে আবার হাতি-গরু নানা রকমের পশুপাখিও আছে। দু’দিন আগের সৃষ্টি সব অশান্তিই যেনো ভুলে গেছেন মা পরী।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় আছেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার স্বামী শরিফুল রাজের প্রেমের সম্পর্কের কথা সামনে এনে। এমনকি মেসেজিংয়ের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। পরে স্ট্যাটাসের মাধ্যমে আইনের হুঁশিয়ারি দিয়ে আবার পাল্টা জবাব দেন বিদ্যা সিনহা মিম। এদিকে এ নিয়ে আজ আবার মুখ খুললেন পরীমণি স্বামী শরিফুল রাজ। পরীর সব অভিযোগ অস্বীকার বলেন, ‘কেনো আমার বিরুদ্ধে এমন অভিযোগ সে আনলো, জানি না। আমি রীতিমতো শকড আমার বিরুদ্ধে পরীর সব অভিযোগই মিথ্যা।