নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিঃ ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন প্রাপ্ত আত্মকর্মী উদ্যেক্তা সৈয়দ এনামুল হক এ বছর শ্রেষ্ঠ আত্মকর্মী উদ্যেক্তা হিসেবে জাতীয় পর্র্যায় রাষ্ট্রপতির কাছ থেকে পুরুস্কার গ্রহন করেছেন। পুরুস্কারের মধ্যে ছিলো সম্মাননা ক্রেসট ও ৪৫ হাজার টাকার চেক। জাতীয় যুব দিবসে ওসমানী মিলনায়তনে কেন্দ্রীয় ভাবে যুব দিবসের অনুষ্ঠানে তার হাতে পুরুস্কার তুলে দেয়া হয়। সোমবার সৈয়দ এনামুল হক ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরে পুরুস্কার নিয়ে আসেন এবং কর্মকর্তাদের সাথে ফটোসেশন করেন।
এই অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারিহা নিশাত, কো অরডিনেটর মোতাহার হোসেন, সহকারি উপ পরিচালক মোঃ মহসিন, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার আল আমিন বাকলাই, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার এনামুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঝালকার্ঠি উপজেলার পিংড়ি গ্রামের সৈয়দ আবু এর পুত্র সৈয়দ এনামুল হক(২৬) ২০১৬ সালে বেকার থাকা অবস্থায় বিদেশে যাওয়ার জন্য ঢাকা যায়। কিন্তু ঢাকা গিয়ে হোটেলে থাকা অবস্থায় তার ভিতর পরিবর্তন আসে এবং নিজকে যাচাই করার জন্য বিদেশের শ্রম নিজের গ্রামে দিয়ে কিছু করা যায় কিনা তার জন্য এলাকায় ফিরে আসে।
সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মাছ, হাস-মুরগী ও গবাধি পশু পালনের উপরে প্রশিক্ষন নেয়। বড় ভাই সৈয়দ আজিজুল হকের পরামর্শ মতে বিশ হাজার টাকা পুজি নিয়ে ছোট আকারে মাছের চাষ করেন। তিনি সফল হওয়ায় ধারাবাহিকভাবে মাছ চাষের পরিধি বৃদ্ধি করে এবং পৈত্রিক জায়গা জমির উপর গবাদি পশু পালন, দুগ্ধ খামার, ছাগলের খামার, হাস মুরগী ও কবুতর লালন পালন ও ফল বাগান করেন। পৈত্রিক জায়গায় প্রায় ১২একরে বর্তমানে তার এই প্রকল্প সমূহে মূলধন দাড়িয়েছে প্রায় ৩ কোটি টাকা।