জনতার খবর ডেক্সঃ
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থছাড়সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ২০২১ সালের জানুয়ারি থেকে জুন কিস্তি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জুলাই থেকে ডিসেম্বর কিস্তির টাকা ছাড়া হয়েছে। ২৩ জুন বুধবার প্রধানমন্ত্রীর শিক্ষাসহাওয়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এ অর্থ ছাড়া দেয়া হয়।
উপবৃত্তির আওতায় ২০২১ সালের জানুয়ারি থেকে জুনের কিস্তিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থী ১ হাজার ২০০ টাকা, অষ্টম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থী ১ হাজার ৫০০, নবম ও দশম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থী ১ হাজার ৮০০,
দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রত্যেক শিক্ষার্থী ৩ হাজার ৯০০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ৩ হাজার ৬০০ টাকা করে পাবে।২০২০ সালের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবেন ৩ হাজার ৯০০ টাকা করে। অন্যান্য বিভাগের প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৩ হাজার ৪০০ টাকা।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকের অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ দেয়া হয়েছে। এ অর্থ উত্তোলনের জন্য শিক্ষার্থী বা অভিভাবকদের আলাদা কোনো ফি দিতে হবে না। এক্ষেত্রে কেউ ফি দাবি করলে hsp.sstipend@gmail.com মেইলে লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছ।