অনলাইন ডেস্কঃ মসজিদ দখলের ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ঘুনটোলা গ্রামে। শতাধিক বছরের পুরোনো পাঞ্জেগানা মসজিদ দখল করেছে মসজিদ সংলগ্ন একটি পরিবার। ২৭ জুন সোমবার দিনগত রাত ২টার দিকে মসজিদটি দখলে নেয় ওই গ্রামের কালু মড়লের ছেলে আব্দুল কাইয়ুম ওরফে কয়েশ এবং কয়েশের ছেলে মিনাল ও মমিনসহ পরিবারের লোকজন।
এলাকাবাসী জানান, কয়েশের পরিবার গভীর রাতে পেছন দিক থেকে মসজিদের মেহরাব ভেঙ্গে ফেলে খাট, বিছানাপত্র, হাড়ি-পাতিল ও অন্যান্য আসবাবপত্রসহ সপরিবারে মসজিদের ভেতরে অবস্থান নেয়। এদিকে খুব সকালে ফজরের আযান দিতে ইমামসহ মোয়াজ্জিন মসজিদের তালা খুলে ভেতরে প্রবেশ করে এমন ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পড়ে এবং আযান দিতে বাধা প্রদান করে। পরে এলাকাবাসী ধীরে ধীরে মসজিদে এসে জড়ো হয়ে এর প্রতিবাদ করলে কয়েশ ও ছেলেরা এলাকাবাসীকে তাদের ঘর (মসজিদ) থেকে বের হয়ে যাবার হুমকি দেয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, মেহরাব ভেঙ্গে মসজিদ দখলের একটি কথা আমরা শুনেছি। বিষয়টি পুরোপুরি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
সূত্রঃ বাংলা ভিশন।