রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধিঃ
দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালু হয়েছে। আজ ১৪ জুন মঙ্গলবার ভোররাত সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচ জোড়া ট্রেন যাত্রাবিরতি করেছে। প্রতিটি ট্রেন দুই থেকে তিন মিনিট যাত্রাবিরতি করেছে। আপাতত যাত্রীদের হাতে লেখা টিকিট দেওয়া হচ্ছে। ১৬ জুন বুধবার থেকে এক জোড়া আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করবে।
১৩ জুন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পাঁচ জোড়া মেইল ও এক জোড়া আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতের নেতা–কর্মী ও কওমি মাদ্রাসার ছাত্ররা গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। স্টেশনের সিগন্যাল প্যানেলসহ সবকিছু আগুনে পুড়িয়ে দেওয়ায় ওই দিন থেকেই স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়।