আশুলিয়ার কয়েকটি কারখানায় আবারো চলছে শ্রমিক বিক্ষোভ। অনির্দিষ্টকালের জন্য কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের সব দাবি না মানা পর্যন্ত কাজে ফিরবেন না তারা।
অপরদিকে, মালিকপক্ষ জানান, শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার পর কাজে যোগ দিয়েছিল তারা। এরমধ্যে নতুন করে শনিবার আবারো বেতন বৃদ্ধির দাবিতে কারখানায় কাজ বন্ধ করে স্টাফদের আটকে রেখে বিক্ষোভ করে ডেকো গার্মেন্টস-এর শ্রমিকরা।
২২ সেপ্টেম্বর রবিবার সকালে ফের কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে দাবি আদায়ে বিক্ষোভ করছে তারা। খবর পেয়ে সেনাসদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে অনন্ত গার্মেন্টসেও বিক্ষোভ করছে শ্রমিকরা। এঘটনায় আশপাশের খোলা রাখা কারখানাগুলোর সামনে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।