জনতার খবর ডেক্সঃ
শিশু ধর্ষণ মামলায় ৪ শিশুকে গ্রেপ্তারের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ থানার ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্যবস্থা নিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে। খর্ব করা হয়েছে জেলে পাঠানো বিচারকের ফৌজদারি ক্ষমতা।
১৩ জুন রোববার এ মামলার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট। রায়ে বাকেরগঞ্জ থানার ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নিদের্শ দিয়েছেন । গাফিলতির জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে।
হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল জানান, বরিশালের বাকেরগঞ্জের ওসি আবুল কালামসহ ভিডিওতে যে পুলিশ সদস্যকে দেখা গেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশে পুলিশকে বিদ্যমান শিশু আইনের প্রতিপালনীয় বিষয়গুলো অবহিত করতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিশু আসামিদের বয়স যাচাই না করে তাদের কারাগারের পাঠানোর অভিযোগে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহর বিচারিক ক্ষমতা খর্ব করার আদেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৪ অক্টোবর শিশু ধর্ষণের অভিযোগে বাবা বাদী হয়ে অপর ৪ শিশুর বিরুদ্ধে এ মামলাটি করেন বর্তমানে মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।