একমাত্র টেস্ট ম্যাচে বড় জয় দিয়ে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফর শুরু করেছে বাংলাদেশ। এবার মাঠে গড়াবে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের সিরিজ। শুক্রবার (১৬ জুলাই) সিরিজে প্রথম ম্যাচ। একদিন পরপর বাকি ম্যাচ দুটি বসবে।
শুক্রবার (১৫ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে র্যাবিট হোল বিডির ইউটিউবে।
ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লাল-সবুজরা। যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে ম্যাচগুলো। সংক্ষিপ্ত ফরম্যাটের তিন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।