বরিশাল প্রতিনিধিঃ
টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে বরিশাল নদী বন্দরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ জুন) রাত সাড়ে ৯টায় দুদক বরিশাল জেলা কার্যালয়ের দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এসময় নদী বন্দরের টিকিট কাউন্টার থেকে বিপুল পরিমাণ অবৈধ টিকিট জব্দ করা হয়। একই সঙ্গে কাউন্টারের হিসাবের খাতা জব্দ করে দুদকের টিম।
এ ব্যাপারে দুদকের বরিশাল অফিসের উপ-পরিচালক দেবব্রত ম-ল জানান, টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদী বন্দরের টিকিট কাউন্টারে এ অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ অবৈধ টিকিট ও কাউন্টারের হিসেব খাতা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে আরও অনুসন্ধান চলছে। অনিয়ম দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযানের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢাকা মেইলকে জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে দুদক কর্তৃপক্ষ তার কাছে ফোন করে গত এক মাসের টিকিটের হিসেব চেয়েছেন।