নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বরিশালে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সেই সাথে জেলা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও অভিযান চালিয়েছে। গত চারদিনে গোটা বরিশাল জেলায় ৪৯৯ জনকে ৭ লাখ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশালে কঠোর লকডাউন অমান্য করায় রোববার পর্যন্ত চতুর্থ দিনে গোটা বরিশাল জেলায় ২১টি মোবাইল কোর্টে ১৫০ টি মামলায় ১৫০ জনকে ২ লাখ ২৫ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। যারমধ্যে বরিশাল মহানগরীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন পরিচালিত ৬ টি মোবাইল কোর্টে ৪৬ জন ব্যক্তিকে ৩৭ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়। এছাড়া বরিশালের ১০ টি উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ১৫ টি মোবাইল কোর্টে ১০৪ জনকে ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এরআগে ৩ জুলাই লকডাউনের তৃতীয় দিনে বরিশালে ২১ টি মোবাইল কোর্টে ১৮০ মামলায় ১৮০ জনকে ৩ লাখ ২২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া ২ জুলাই লকডাউনের দ্বিাতীয় দিনে বরিশালে ২০ টি মোবাইল কোর্টে ১১১ মামলায় ১১৩ জনকে ১ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ১ জুলাই লকডাউনের প্রথম দিনে বরিশালে ২০ টি মোবাইল কোর্টে ৫৬ মামলায় ৫৬ জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।