অনলাইন ডেস্কঃ ফেসবুকে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বিতর্কিত স্ট্যাটাসের দায়ে সাবেক ডাকসু ভিপি এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন ঢাকা আইন জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন যে ১৪ মে রাত প্রায় ১০ টার দিকে তিনি নুরুল হক নুরের ফেসবুকে পেজে বঙ্গবন্ধুকে নিয়ে করা এ স্ট্যাটাসটি দেখতে পান। যেখানে উল্লেখ করা ছিল – শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কি অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাকে নিয়ে এত কিছু করার কিছু নেই।
পরদিন ১৫ মে বেলা ২ টায় নেতা-কর্মীদের একাংশকে সাথে নিয়ে শাহবাগ থানায় অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন এম সাচ্ছু আহমেদ। তিনি বাংলাভিশনকে জানান, আইনের ছাত্র হিসেবে নুরুল হকের এমন স্ট্যাটাস আমার বেআইনি মনে হয়েছে। নিজের নেতার এমন অপমান সহ্য করার মতো নয়। আমি আরো আগেই মামলা দায়ের করতাম কিন্তু একটি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দ্বায়িত্বে থাকায় নেতা-কর্মীদের সাথে আলোচনা করতে একটু সময় গেছে।
মামলার ব্যাপারে শাহবাগ থানার ওসি এবং ইনভেস্টিগেশন অফিসারের সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। কয়েকবার চেষ্টা করে নুরুল হক নুরকেও ফোনে পাওয়া যায়নি। তবে গণ অধিকার পরিষদের কয়েকটি শাখার নেতৃবৃন্দ দাবি করছেন – যে ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে সেটি নুরুল হক নুরের ভেরিফাইড ফেসবুক পেজ নয়। নুরুল হক নুরের নাম দিয়ে অন্যকেউ এমন কাজ করেছে। ভিপি নুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারা।
সূত্রঃ বাংলা ভিশন।