নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। আগামী রবিবার মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও ঘর প্রদানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ন প্রকল্পের ঘর উদ্বোধন কার্যক্রম বহুল প্রচারের লক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সভায় অংশ নেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রম্পা সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহ-সভাপতি ইউসুফ আলী তালুকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, সাংবাদিক রতন খান, কায়কোবাদ তুফান, মিজানুর রহমান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পলাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নলছিটিতে দ্বিতীয় পর্যায়ের গৃহসমূহ নির্মানের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেই গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।