জনতার খবর ডেক্স
সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিদায় ও লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে নতুন সেনা প্রদান হিসেবে নিয়োগ দিয়েছেন সরকার। শফিউদ্দিন আহমেদ আগামী ২৪ জুন সেনা প্রধানের দায়িত্ব নিবেন।
আজ ১০ জুন বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এসএম শফিউদ্দিন আহমেদ এতদিন সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব দিল সরকার। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।