খেলা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা সহায়ক হবে বলে আশা অধিনায়ক সাকিব আল হাসানের।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছায় টাইগাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলছে বাংলাদেশ। গ্রুপ বি’তে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব থেকে উঠে আসা দুই দল।
বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রিসবেনে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন সাকিবরা। ১৭ অক্টোবর আফগানিস্তান ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বেন তারা। ট্রাই সিরিজে চারটি ম্যাচে হারলেও দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী অধিনায়ক সাকিব ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দলের সব ক্রিকেটার।
বিশ্বকাপের ১৬ দলের অধিনায়কের উপস্থিতিতে ক্যাপ্টেন্স ডে পালিত হয় মেলবোর্নে। কাল থেকে শুরু হচ্ছে বাছাই পর্ব।