ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভায় মাহে রমজান উপলক্ষে ৫ টি পয়ে›টে টিসিবির ট্র্যাক সেলের মাধ্যমে ৪ টি নিত্যপ্রয়োজনীয় পন্য বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু হয়েছে ।
পৌর এলাকায় আগামী ১৯ দিন ৫ জন ডিলার ৪০০ টি পরিবাওে জন্য এই পন্য উত্তোলন করে বিক্রি করবে। প্রতিটি পরিবারকে ৬০ টাকা কেজি দরে ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল, ৬০ টাকা কেজি দরে ১ কেজি ছোলা বুট বিক্রি করবে ।
টিসিবির পন্য বিক্রির ১৯ দিন ৪০০পরিবার করে ৫ জন ডিলারের মাধ্যমে ২০০০ পরিবারে মধ্যে এই পন্য বিক্রি করা হবে । তবে এই ক্ষেত্রে পন্য বিক্রি উন্মুক্ত করা হযেছে । জেলার ৪ টি উপজেলার ৩২ ইউনিয়নে ৭৪ জন ডিলারের মাধ্যমে ৩৫ হাজার ৫০০ কার্ড পরিবারকে মাসে ২ বার করে পন্য বিক্রি করা হবে ।