ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সঞ্চালনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলায় পরিবর্তীত পরিস্থিতির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে।
সভায় পুলিশ বিভাগের কার্যক্রম জেলা কারাগার, মাদক, বাল্য বিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, আনসার ভিডিপি সম্পর্কিত, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক, ফুটপাত দখল মুক্ত করা, খাল খনন, ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।
সভায় কারা কর্তৃপক্ষ জানিয়েছে ঝালকাঠির এই কারাগারে ২জন বিদেশী নাগরিক রয়েছে এদের মধ্যে একজন ভারতীয় ও অপরজন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। ভারতীয় নাগরিক সে নিজের নাম ও বাবার নাম বলতে পারে কিন্তু ঠিকানা জানে না। অপরদিকে রোহিঙ্গা ব্যক্তি সে তার নাম ঠিকানা মায়ানমারে রয়েছে। সভায় জেলা প্রশাসক কারা কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের মাধ্যমে এদের বিশেষ করে ভারতীয় নাগরিকের ছবিসহ অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে। যাতে করে এই ব্যক্তির সঠিক পরিচয় এবং তাকে ফিরিয়ে নেয়ার ব্যপারে উদ্যোগ সৃষ্টি হতে পারে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বিগত অক্টোবর মাসে পূর্বের মাসের চেয়ে ১০টি মামলা কমে ৪৭টি মামলা দায়ের হয়েছে ও ৩০জন মামলাভ‚ক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২টি ডাকাতি, ২টি সিধেল চুরি, চাদাবাজি ৩টি, ত্রাস সৃষ্টি ১টি, ধর্ষন ১টি, নারী নির্যাতন ১টি, ভাঙচুর ২টি, পারিবারিক সংঘাতজনিত কারণে ২৪টি মারামারি ঘটনা, মাদক নিয়ন্ত্রণ আইনে ৬টি, ৫টি অন্যান্য মামলাসহ ৪৭টি মামলা দায়ের হয়েছে। এর পূর্বের মাসে (সেপ্টেম্বর) একই সংখ্যা ৫৭টি মামলা ছিল এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ২০জন।