ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বৈধ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টাানিং কর্মকর্তা মো. নাজমুল হোসেন ।
শেখেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী অংশ নিয়েছেন। এরা হলেন, মো. রফিকুল ইসলাম নবীন ( আনারস প্রতীক ), জাহিদুল ইসলাম রাসেল ( টেবিল ফ্যান ), শামীম আহম্মেদ ( মোটর সাইকেল ), নাসরিন সুলতানা ( চশমা ), নুরু উদ্দিন সরকার ( ঘোড়া ) ও শাহিদা বেগম ( টেলিফোন )।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রচার প্রচারনা শুরু করেছে। আগামী ২৭ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল অমিন খান সুরুজ সদ্য সমাপ্ত ঝালকাঠি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্ধীতা করায় এই পদটি শূন্য হয়।