ঝালকাঠি প্রতিনিধিঃ
নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তা সাধারণের নিকট পৌছে দেয়ার লক্ষ্যে ঝালকাঠির কলেজ মোড়ে উন্মুক্ত সুলভ বাজারে উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে তৃপ্তি নামের বাজারের উদ্ভোধন করেন।
এ সময় পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা উপস্থিত ছিলেন। ঝালকাঠির অবসরপ্রাপ্ত বাংলাদেশ স্বশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি বাজার পরিচালনা করছেন।
বাজারে তরকারি এবং পরবর্তীতে সকল ধরণের পণ্য সুলভ মূল্যে এখানে বিক্রি করা হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, এখন তারা আগামী দুয়েক সপ্তাহের মধ্যেই এখানে চাল, ডাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রির উদ্যোগ নেয়া হবে। অবসরপ্রাপ্ত সৈনিকদের মধ্যে ল্যান্স কর্পোরাল পিরু, সার্জেন্ট নাজমুল, সার্জেন্ট রাশেদুল ইসলাম হেলাল ও সার্জেন্ট আলী সহ অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আশরাফুর রহমান এই বাজার চালু করায় আয়োজনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি আশা করেন এর প্রভাব বাজারে পরবে। পুলিশ সুপার উজ্জল কুমার রায় তিনিও অনুরুপ আশা প্রকাশ করে প্রচার-প্রচারনার মাধ্যমে এই সুবিধা নেওয়ার জন্য উদ্যোক্তাদের পরামর্শ দেন।