ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঝালকাঠি ফুটবল খেলোয়ার সমিতির আয়োজনে ৬টি ফুটবল দল নিয়ে শুরু হয়েছে নজরুল ইসলাম স্বপন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকেল সাড়ে ৪টায় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু এই টুর্নামেন্টের উদ্ভোধন করেন।
উদ্ভোধনী ম্যাচ সুগন্ধা একাদশ ও সন্ধ্যা একাদশের মধ্যকার খেলায় সুগন্ধা একাদশ ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে। টুর্নামেন্টে বিষখালী, ধানসিড়ি, গাবখান ও বাসন্ডা নদীর নামে আরও ৪টি দলসহ ৬টি দল অংশগ্রহণ করছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক ক্রীড়া সংস্থার সদস্য মানিক রায়, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাবেক ক্রিকেট খেলোয়ার গোলাম সরোয়ার লিটন, বিটিবি প্রতিনিধি জান্নাতুন নাঈম দ্বীপ, সাংবাদিক উজ্জল রহমানসহ ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।