ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে করোনা ভাইরাস সংক্রমন রোধে লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সিটিপার্ক রোড, পশ্চিম চাঁদকাঠি, তরকারিপট্টি, পূর্ব চাঁদকাঠি এলাকায় খাদ্য সংকটে থাকা মানুষের বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল, লবন, আটাসহ এ খাদ্য সামগ্রী পৌছে দেন তারা।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তাসফিকুর রহমান এতে নেতৃত্ব দেন।
লেফটেনেন্ট কর্নেল তাসফিকুর রহমান জানান, তাদের বাড়াদ্দ রেশন এর খাবার থেকে একটা অংশ অসহায় মানুষের মাঝে বিতরন করার উদ্যোগ নেন তারা। লকডাউন পরিস্থিতি চলাকালিন সময়ে প্রতিদিন নিয়মিত টহলের পাশাপাশি এসব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।