ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব-২০২২ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্প মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আমীর হোসেন আমু প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। জাতীয় পর্যায়ে কবি-সহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার জন্য বাংলাদেশের ৩০টি জেলায় এই উৎসব হচ্ছে।
উৎসবে ইতিমধ্যে জেলা পর্যায়ে প্রকাশনা প্রকাশিত হয়েছে এমন ২৬ জন কবি-সাহিত্যিক ৩৪ জনকে এবং লেখালেখির সাথে সংযুক্ত কিন্তু প্রকাশনা বের করতে পারেনি এমন কবি-সাহিত্যিক ২৬ জন সহ ৬০ জনকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হবে। একই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন এমন ৪০ জনকে সম্মাননা প্রদান করা হবে।