ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি লকডাউনের শেষ দিনে গণপরিবহ ও শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। তবে ঈদ উৎসবের মত লকডাউনের মধ্যেও রাস্তায় ও বাজারে মানুষের ভিড় রয়েছে। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই।
শহরে রিক্সা ব্যতিত সকল যানচলাচল বন্ধ রয়েছে। গাদাগাদি করে বাজারে কেনাকাটা করছেন জনসাধারণ। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
লকডাউনে জনসাধারণকে সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে শহরে অভিযান চালানো হয়েছে। পুলিশের অভিযানের সময় লোকজনের যাতায়াত কমে যায়। শহর ফাঁকা হয়ে যায়। অনেকে অভিযানের টের পেয়ে দোকানপাট বন্ধ করে দেন। পুনঃরায় আবস্থা দেখে আবার দোকান খোলে এ এক লুকোচুরি খেলা।
পুলিশ সুপার ফাতিয়া ইয়াসমিন এক স্বাক্ষাৎকারে বলেন, আমরা নতুন করে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্ত্বক কাজ করে যাচ্ছি। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া কোন যানবাহন চলতে দেওয়া হবে না। আইন না মানলে যানবাহন আটক করা হবে বলেন তিনি।