ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সাটডাউনের প্রথম দিনে গণপরিবহ ও শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। তবে আনুমানিক ১২% ঘর ছেড়ে বেরিয়েছে এবং এদের মধ্যে ৫% জরুরী প্রয়োজনে ও অন্যরা নানা অজুহাতে শহরে ঘোরাফেরা করছে।
পথচারিরা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে মাস্ক পরা থাকে এবং তাদের পার হয়ে আবার মাস্ক নাক-মুখ থেকে সরিয়ে থুতনিতে রেখে চলাচল করে। বৃহস্পতিবার শহরে রিক্সা ব্যতিত সকল যানচলাচল বন্ধ রয়েছে।
এতে করোনা সংক্রমণ কমে যাওয়ার আশা করছেন চিকিৎসকরা। সাটডাউনে প্রশাসন, সেনা, র্যাব, জেলা পুলিশের সাথে জনসাধারণকে সচেতন করতে স্কাউট ও গালস গাইড সদ্যরা ছিলেন। একই সাথে ভ্রাম্যমান আদালত বিধি বর্হিভুত দোকান খোলার দায়ে জরীমানা করেছে। অনেকে অভিযানের টের পেয়ে দোকান সামনে থেকে বন্ধ করে ভিতরে কাজ করেছেন। দুপুরেরপরে বৃষ্টিপাত শুরু হওয়া সাটডাউনের কাজ সহজ করে দিয়েছে।