ঝালকাঠি প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ১২টি পরিবার ঘর পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০ জুন রোববার সকাল ১১টায় গণভবন থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমি, ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী ঘরের দলিল ও চাবি তুলে দেন ঘর মালিকদের হাতে।
অন্যদের মধ্যে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার,সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে ঝালকাঠি জেলায় সদরে ৬৫,নলছিটি ৪০,রাজাপুর ৭৫ ও কাঠালিয়ায় ৫০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী দেওয়া উপহার বসতঘর। ঘর প্রতি ব্যয় হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা।