ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধ সচেতনতামূলক কর্মশালা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. মুহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর এসপি সার্কেল মহিতুল ইসলাম, যুব অধিদপ্তরের পরিচালক আব্দুল হামিদ, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন ও নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ ফয়সাল আহম্মেদ বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম নুরুদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী মোঃ শহিদুল ইসলাম, ঝালকাঠি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের, ঝালকাঠি কবিতাচক্রের সাধারণ সম্পাদক আল আমিন বাকলাই ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবাকর্মী কবিতা হালদার।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহিউদ্দিন বলেছেন, দেশের যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক থেকে মুক্ত করতে হবে। সমাজের যে অংশ এই ঝুকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে সংশোধন করে সাথে নিয়েই সুশীল যুবসমাজ গড়তে হবে। আগামীতে এই যুব সমাজই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এবং চতুর্থ বিপ্লবের ঝুঁকি মোকাবেলা করে দেশকে উন্নয়ন ও সমৃদ্দির পথে নিয়ে যাবে। তিনি আরও বলেন, শুধু পদ্মা সেতু নয় এই সরকারের আমলে সকল উন্নয়নই একটি অসাধারণ কাজ ছিল।