ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক শুমারী শুরু হয়েছে। সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসকের কার্যালয়ের জরিপের তথ্য সংগ্রকারীরা জেলা প্রশাসক আশরাফুর রহমানের কাছ থেকে অর্থনৈতিক জরিপের তথ্য সংগ্রহ করেন।
এসময় জেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহেদ রাশেদুল হাসান খান ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের তথ্য সংগ্রহ করেন বুশরা রহমান অর্পিতা ও চম্পা দাস এবং সাথে সুপার ভাইজার ছিলেন তানজিদ রহমান সাকিন।