ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিনোদন প্রিয় মানুষের বৈচিত্রময় ভ্রমনের সুবিধার্থে প্রথমবারের মতো সংযোজন করা হয়েছে রাজকীয় ঘোড়া গাড়ি। ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাট এলাকার মোঃ সুলতানের পুত্র মোঃ সিরাজ ৩ লক্ষ ৮০হাজার টাকা ব্যায়ে নতুন এই রাজকীয় ঘোড়ার গাড়ি সংযোজন করেছেন।
ঝালকাঠির শহরে পার্ক এলাকায় ভ্রমন, বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে বর-কনে বাহন হিসেবে এই রাজকীয় ঘোড়ার গাড়িটি ব্যবহার হয়। এছাড়া সৌখিন ব্যক্তিরা তার পরিবারে প্রিয়জনদের নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমনের জন্য তাকে ভাড়ায় নিয়ে থাকে জানান ঘোড় সাওয়ার মোঃ সিরাজ।
সে আরও জানান ২০০কেজি ওজনের বডিটি ঢাকা থেকে তৈরী করে আনা হয়েছে একটি সাদা ও একটি লাল রং এর ঘোড়াসহ মো. সিরাজের ৩ লক্ষ ৮০হাজার টাকা খরচ হয়েছে। শৃজনশীর চিন্তার এই যুবক ইতোপূর্বেও যে সকল ব্যবসা পরিচালনা করেছেন সব কিছুতেই নতুনত্বের ছাপ ছিল।