ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলার কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ১৩টি পারিবারিক পুষ্টি বাগানের ৩০জন কৃষক কৃষানিদের নিয়ে দু’দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার সকাল ১১টায় ঝালকাঠির সদর উপজেলায় কৃষি অফিসার রিফাত সিকদার ও অতিরিক্ত কৃষি অফিসার সুলতানা আফরোজ শ্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় পুষ্টি বাগানের চাষাবাদের কলা কৌশল সারের ব্যবহার, পোকামাকর দমনে বালাই নাশক ব্যবহার ও বীজ রোপন ইত্যাদি বিষযে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এছাড়াও ১৭টি প্রদর্শনী পুষ্টি বাগানের জন্য ৩ মৌসুমের জন্য বিনামূল্যে বীজ, সার ও নেট এবং ঝাজড়ী দেয়া হবে। প্রত্যেক প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৩০জন কৃষান-কৃষানীকে ৫টি করে মালটার চারা প্রদান করা হয়।