ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝারকাঠিতে টানা ৩ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। শহরে সীমিত আকারে যানবাহন চলাচল করলেও মানুষের উপস্থিতি কম।
গত শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়। এরপর থেকে টানা তিন দিন কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষনে শহরের বেশ কয়েকটি সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না অনেকেই।
জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিক্সা ও অটোচালকরা। তবে শহরে মানুষের উপস্থিতি কম হওয়ায় যাত্রী পাচ্ছেন না তারা। এদিকে বৈরী আবহাওয়ার কারনে ঘর থেকে বের হতে না পেরে বেশি বিপাকে পরেছেন শ্রমজীবী মানুষেরা।
শহরের বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলেননি ব্যবসায়ীরা। এছাড়া জোয়ারের সময় জেলার সুগন্ধা ও বিষখালীসহ অন্যান্য নদ-নদীর পানি স্বাভাবিকের অনেক চেয়ে বেশি উচ্চতা দিয়ে প্রবাহিত হয়। এসময় আমনের ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তবে কৃষিবিভাগ বলছে, ভাটার সময় পানি নেমে যাওয়ায় আমনের তেমন কোনো ক্ষতি হবেনা।