ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা সহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিতে¦ এই সভায় জেলার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কবি আল-আমিন বাকলাই, কবি মাহামুদা খানম, কবি রবিন্দ্রনাথ মন্ডল, কবি আলমগীর হোসেন ও কবি বজলুর রশিদ, কবি মাহামুদা আক্তার ও প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন খাঁন, হাবিবুর রহমান হাবিল ও আবু সাঈদ খাঁন। আগামী ৩০ জুন ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুষ্ঠানকে সফল করার জন্য একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রনালয় থেকে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে ৩০টি জেলায় সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন হচ্ছে এবং মন্ত্রনালয় থেকে এই জেলাগুলোতে অর্থায়ন করা হয়েছে।