ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সজিব ও জেলা তাতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান এর নামে মিথ্যা বানোয়াট,সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আজ শনিবার বেলা ১২ টায় ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগে বলা হয়, সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচয় দানকারী মিজানুর রহমান রাজু,রনি সিকদার,আরিফুর রহমান পলাশ, আশিফুল ইসলাম রাহাত, মেহেদী হাসান কর্তৃক বিগত ইং ২২/০১/২০২৫ তারিখ ঝালকাঠী প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সম্মেলনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ত্যাগী, নির্যাতিত নিপীড়িত তথা ফ্যাসিস্ট আওয়ামী সরকার পাতন আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা ঝালকাঠী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সজিব ও জেলা তাতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান এর নামে মিথ্যা বানোয়াট, বিভ্রান্তিকর তথা উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপচেষ্টা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান অভিযোগ করে বলেন, ৫আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনার পতনের পরে ধানসিড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ী ঘরে মিজানুর রহমান রাজু, রনি সিকদার, আসলাম সিকদার, মেহেদি হাসান, আসিকুর রহমান রাহাত হামলা চালিয়ে লুটতরাজ চালায় বিশেষ করে আবু আক্তার মেম্বার মন্টুর বাড়ী, গিয়াস মেম্বারের বাড়িতে, বশিরের ভেড়া ও ছাগলের ফার্ম রাজু, রনি, রাহাত, মেহেদী লুট করে টাকা ভাগাভাগি করে নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়।
উক্ত বিষয় পুরো ইউনিয়ন জুড়ে ব্যাপক সমালোচনা রয়েছে এলাকার দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি জমি-দখল করে দেয়ায়) ভাড়াটে মাস্তান হিসাবে কাজ করা বালু ভরাট কাজে টাকা আদায়, বিভিন্ন স্ট্যান্ড থেকে চাঁদা উত্তোলনসহ আওয়ামী লীগ দোসরদের শেল্টার দেয়ার বিনিময়ে আর্থিক সুবিধা নেয়ার অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থেকে এলাকায় ত্রাস সৃষ্টি করায় আমরা দলের ভাবমূর্তি রক্ষার্থে উহার প্রতিবাদ করার এ সিন্ডিকেট আমাদের বিরুদ্ধ ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগযোগ ফেইক আইডি ব্যবহার করে নানা রকম অপপ্রচার চালাতে থাকে। এঘটনায় জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে অভিযোগ দিয়েছি। সংবাদ সম্মেলনে জেলা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।
অভিযোগে আবো বলা হয়, ২২/০১/২০২০ তারিখ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হাছান ও জেলা ছাত্র দলের পাঠাগার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সজিবকে সন্ত্রাসী বাহিনী নিয়ে মারপিট করতে যায়। যাহার ভিডিও ফুটেজ রয়েছে। রাজু-রনি গংদের চাঁদাবাজীসহ নানা অনৈতিক কাজের একাধিক অকাট্য প্রমান রয়েছে। ধানসিড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা এলাকার বাসিন্দা কাওসার ও তাহার পিতার বাড়ীর সামনে থেকে রাজু-রনি পলাশ, মেহেদী ধরে নিয়ে পুরাতন ফেরিঘাটে রাজুর ক্লাব নামক ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করে সাদা স্ট্যাম্প ও কার্টিজ পেপারে স্বাক্ষর নিয়ে উহাতে ৪৫,০০০/- টাকা পাইবে মর্মে অঙ্গিকার নামা সৃজন করে এবং পরিবারের নিকট থেকে নগদ ১০,০০০/- টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। এ ঘটনারও ভিডিও ফুটেজ আছে। ধানসিড়ি ইউনিয়নের গাবখান বাজারের পূর্বপার্শ্বে নাসির ও গিয়াস তালুকদার এর গাছ জোর জবরদস্তি বিক্রি করে রাহাত, রাজু ও আসলাম সিকদার গং ২৬,০০০/- টাকা নিয়া যায়।
ধানসিড়ি ইউনিয়নের মাছের ঘের, মুরগির ফার্ম ইটের ভাটা সহ সকল স্থানে অনৈতিক সুবিধা আদায়ের জন্য মরিয়া রাজু,
রনি, মেহেদী গং। আমরা জাতীয়তাবাদী আদর্শের প্রকৃত সৈনিক হওয়ায় এবং বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় অংশগ্রহন করায় ভূঁইফোড় ঐ সকল বিতর্কিত ব্যক্তিদের অনৈতিক কর্মকান্ডের জোরালো প্রতিবাদ করার জনাই বিগত কিছুদিন যাবত চালিয়ে এবং সর্বশেষ প্রেসক্লাবে মিথ্যা বানোয়াট অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। প্রতিনিয়ত ফেক আইডিতে ফেক প্রচারনা।
লোকজন বিগত সময়ে আওয়ামী লীগ এর সাথে আতাত করে চলা এবং বিএনপি’র অঙ্গ সংগঠনে থেকে আওয়ামী লীগ এর কমিটিতে সংযুক্ত ছিল সক্রিয় ভাবে কাজ করেছে। বিনা ভোট এবং নৈশ ভোটের আওয়ামী লিগ এর নির্বাচনী কর্মকান্ডে তথা নির্বাচন পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত ছিল এবং সহিভাবে কাজ করেছে। যাহার প্রমান এলাকা ভিত্তিক আওয়ামী লীগ এর সেন্টার কমিটি এবং আওয়ামী চেয়ারম্যান মাসুম এর সাথে নির্বাচন সহ আওয়ামী নীগের শত শত প্রোগ্রামে থাকা ছবি। ও ভিডিও আছে। ২২/০১/২৫ ইং তারিখের সংবাদ সম্মেলন করা ব্যক্তিরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারেরই দোসর। তাদের কু-কৃর্তির কিছু ফিরিস্তি আজ উল্লেখ করলাম যাহা এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করলে আপনারা প্রমান পাবেন। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগের কোন প্রমান কেহ দিতে পারলে দল যে বিচার বা শাস্তিমূলক ব্যবস্থা নিবে তাহা আমরা মেনেনিব। আর এ তথ্য মিথ্যা অপপ্রচার চালানো ব্যক্তিদের অপকর্মের তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানাচ্ছি।