ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে র্যালী বের হয় এবং র্যালীটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম সভপতিত্ব করেন। অন্যদের মধ্যে জেলা রেড ক্রিসেন্ট ই্উনিটের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ সিয়াম ও ডাঃ জাবির হাসান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে স্বাস্থ্য পরিদর্শক জসিম উদ্দিন সিকদার মরনোত্তর চক্ষুদান ও রক্তদান বিষয়ে বক্তব্য রাখেন।
স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জনদ কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এতে সহযোগিতা করেছেন।