ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে জাতীর পিতার শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষীকি উদ্যাপনে জঙ্গিবাদ, সন্ত্রাশবাদ, মাদক বিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামীতা রোধ কল্পে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে যুব অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর এসপি সার্কেল প্রশান্ত কুমার দে, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আফিজুর রহমান ও ডেপুটি কো-অর্ডিনেটর মোতাহার রহমান।সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারিহা নিশাত। অন্যদের মধ্যে অংশগ্রহণকারী সজল ও ছালমা বক্তব্য রাখেন। যুব সংগঠন, যুব উদ্্েযাগতা ও প্রশিক্ষণ প্রাপ্ত ৬০ জন এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।