ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির নারী শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভ্যাক্সিন প্রদানের কার্যক্রমের একশন প্লান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল ১০টায় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ জাবির হাসানের সভাপতিত্বে এই সভায় মোঃ জাহিদুল ইসলাম খান, মোঃ জসিম উদ্দিন সিকদারসহ এই বিষয়ে তথ্য উপাত্ত প্রদান করেন।
স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ এই সভায় অংশগ্রহণ করেছেন। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসের মধ্যে ভ্যাক্সিন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ঝালকাঠি সদর উপজেলায় ২১৯টি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৪৭৪ ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহিঃর্ভূত ১৫৪জন ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীসহ ৬ হাজার ৬২৮জনকে এই ভ্যাক্সিন প্রদান করা হবে।
প্রত্যেক প্রতিষ্ঠানে এই শ্রেণিভ‚ক্ত কন্যা শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন করার পরে রেজিষ্ট্রেশন পাবেন। যাদের রেজিষ্ট্রেশন থাকবে তাদেরকেই এই মূল্যবান ভ্যাক্সিন প্রদান করা হবে এবং ভ্যাক্সিন প্রদান শেষে এই শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। প্রতিটি ভ্যাক্সিনের ক্রয়মূল্য ৩ হাজার টাকা এবং মাঠ পর্যায়ে এর জন্য ব্যয় হবে প্রতিটি ভ্যাক্সিনের বিপরীতে ৫ হাজার টাকা খরচ হবে।
ঝালকাঠি জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ভ‚ক্ত ৯৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীর সংখ্যা ৩১ হাজার ৩৬১জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীরর সংখ্যা ১০৯১জন সর্বমোট ৩২ হাজার ৪৫২জনকে এই ভ্যাক্সিন দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য বিভাগ মাঠে নামবেন।