ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে চলছে কঠোর সাটডাউন। শনিবার সকাল থেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। এর মধ্যেও শহরে লোকজনের কারণে অকারণে রাস্তায় বের হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায়, অকারণে বাসা থেকে বের হওয়ার দায়ে ৮১ জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবির হোসেন, আরিফুজ্জামান ও অং সিং মারমা এদরে নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই জরিমানা করেন। সকাল থেকে সেনাবাহিনীর একটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে।
অকারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও আনছার বাহিনী জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। মোবাইল কোর্টের সাথে স্কাউট ও গালস গাইড সহযোগীতা করেছেন, এছাড়াও জেলা প্রশাসকের সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনছার বাহিনী। শহরের প্রবেশদ্বারে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেখানে কর্তব্যরত আইন শৃঙ্খলাবাহীনির সদস্যরা শহরে প্রবেশকারীদের প্রশ্ন করেন এবং যৌক্তিক করাণ ছাড়া কাউকে শহের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।