মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ আগামী ২৬ ফেব্রুয়ারি ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম শুরু হবে। শুধু টিকা কেন্দ্রে উপস্থিত হলেই তাকে দেওয়া হবে করোনা প্রতিরোধের টিকা। এ কার্যক্রমকে সফল করতে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
এতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবরা অংশ নেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,সিভিল সার্জন ডা, শিহাব উদ্দিন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসলাত জাহান সোনালী, পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার। সভায় বক্তারা জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি জেলায় গণটিকা কার্যক্রম শুরু হবে। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা কার্যক্রম চলবে। ২৬ ফেব্রুয়ারির আগেই যারা টিকা নেয়নি, তাদের কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার অনুরোধ জানান সিভিল সার্জন। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে।