ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা জুড়ে সকল ইলেক্ট্রনিক্স দোকানগুলোতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শো রুমে ফ্রিজ, প্রেসার কুকার কেনা উপচেপরা ভিড় পরিলক্ষিত হেয়েছে। ঈদ উল আযহা উপলক্ষে ক্রেতাদের আকর্ষিত করা জন্য লোভনিয় অফার চালু করেছে।
কোটরোডস্থ সোহেল এন্টারপ্রাইজের মালিক জানান তারা ঈদ উপলক্ষে কিস্তিতে পণ্য বিক্রির সুবিধা রেখেছে। কোন কোন প্রতিষ্ঠান কুপনের মাধ্যমে শতভাগ বিনামূল্যে দেয়ার ঘোষনা দিয়েছে। পাশা পাশি এলইডি টিভি বা বড় মনিটরের টিভি কেনা আগ্রহ অনেকের।
অন্য দিকে কোরবানীর পশু জবহ করার উপকরণগুলোতে সান করার কাজে ব্যস্ত কামার পেশার দোকনগুলো। অনেকে মাসং পিস করার কাজে ব্যবহারে জন্য গাছের টুকরা কিনে নিচ্ছে। মুদি দোকানগুলোতে মসলা জাতি পন্য ও জীবানু নাশক পাউডার কিনতেও ক্রেতাদের চোখে পরার মতো ভিড়। এই করোনা মহামারীর মধ্যে মানুষে মাঝে ঈদের আনন্দ পরিলক্ষিত হলেও অনেক দূর দূরান্ত থেকে আসতে পারছে না করাণ ঈদের পর কঠোর লকডাউনের ঘোষনা থাকায় কর্মস্থলে ফিরে যেতে বিঘœ হবে। লকডাইন শিথিল করায় স্বাস্থ্যবিধি মানছেনা অনেকেই।