ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের গত ৫ আগস্ট আইনজীবীর বাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ, ৫ভরি সর্নালংকারসহ নগদ ৪লাখ টাকা লুটের ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরসহ ১৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর সুপ্রীম কোর্টের প্রবীন আইনজীবী আলী হায়দার কাওসারের পুত্র ব্যারিষ্টার এসএম রইস হায়দার বাদী হয়ে দ: বি: ১৪৩,৪৪৮, ৪৩৬, ৪২৭, ৩৮০ ও ৫০৬ ধারায় মামলাটি (নং-১২) দায়ের করেছে বলে ঝালকাঠি থানার ওসি শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে, জমিজমা সংক্রান্ত মামলায় পরাজতি হওয়ার পূর্ব আক্রোশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে স্বজ্জিত হয়ে আসামীরা গত ৫ আগস্ট বিকালে বাদীর বসত বাড়ীতে হামলা চালায়। আসামীরা তাদের ঐতিহ্যবাহী কাচারী ঘরেটি আগুন দিয়ে সম্পূর্ন জ্বালিয়ে দেয় এবং বসত ঘরে ব্যাপক ভাংচুর-লুটপাট চালিয়ে বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে।
এ ব্যাপারে বাদী ব্যারিষ্টার এসএম রইস হায়দার জানায়, আমরা কোন দলীয় রাজনীতির সাথে জড়িত না থাকলেও আসামীরা আমাদের সম্পত্তি দখল করতে না পেরে ব্যক্তিগত আক্রোশে এ হামলা, ভাংচুর ও লুচপাট চালিয়েছে। আমি আইনের আশ্রয় নেয়ার পর প্রধান আসামী ও তার সহযোগীরা আমি ও আমার পরিবারকে খুন-জখমের হুমকি দিচ্ছে।