বিনোদন ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে তার নিজ বাড়ি থেকে। তিনি নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনেত্রীর বয়স হয়েছিল ২৬ বছর।
বুধবার সকালে কোরিয়ান গণমাধ্যম ‘কোরিয়াবু’-তে খবরটি নিশ্চিত করা হয়। জানানো হয়, ১১ এপ্রিল অভিনেত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
খবরটি অভিনেত্রীর এজেন্সিও নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃখজনক ও হৃদয় ভেঙে যাওয়ার মতো একটি সংবাদ দিতে হচ্ছে। ইয়াং চাই-ইয়াল ১১ এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছেন। তার শেষকৃত্য সম্পন্ন করা হবে গোপনীয়তা বজায় রেখে। তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন অনুগ্রহ করে।’
বিবৃতির শেষে আরও বলা হয়েছে, ‘আপনাদের অনুরোধ করছি কোনো ধরণের কল্পিত খবর প্রকাশ করে গুজব ছড়াবেন না।’ ইয়াং চাই-ইয়াল ফ্যাশন রিয়্যালিটি টিভি সিরিজ ‘ডেভিলস রানওয়ে’-তে অংশ নিয়েছেন। চলচ্চিত্রে অভিষেক করেন ২০১৮ সালের ‘ডিপ’ ছবির মাধ্যমে। এরপর তাকে দেখা যা ‘জম্বি ডিটেকটিভ’ ও ‘আই হ্যাভ নট ডান মাই বেস্ট ইয়েট’-এ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া